হোম > ছাপা সংস্করণ

আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় স্বামীর প্ররোচনায় গত মঙ্গলবার রাতে দুই সন্তানের জননী গলায় ফাঁস দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে অভিযুক্ত স্বামী ফিরোজ সিকদার ওরফে রনিকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ফিরোজ সিকদারকে গতকাল বুধবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বারপাইক গ্রামের এনায়েত শাহর মেয়ে মারজানের (২৪) সঙ্গে পাঁচ বছর আগে ঝালকাঠি সদর থানার কিস্তিকাঠী গ্রামের মন্নান সিকদারের ছেলে ফিরোজ সিকদারের (৩২) বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের এক মেয়ে ও আট মাসের একটি ছেলে রয়েছে। সম্প্রতি মারজান জানতে পারেন, ফিরোজের আগেও একটি বিয়ে হয়েছিল। এটা নিয়ে কথা বললেই স্বামী ফিরোজ মারজানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে মারজান ২১ নভেম্বর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন।

পরিদর্শক (তদন্ত) জানান, গত মঙ্গলবার ফিরোজ শ্বশুর বাড়িতে আসে। রাতেও মারজান ও ফিরোজের মধ্যে তুমুল ঝগড়া হয়। এর জের ধরে গভীর রাতে মারজান ঘরের আড়ার সঙ্গে গলার ওড়না দিয়ে ফাঁস দেন।

খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত স্বামী ফিরোজকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মারজানের বাবা এনায়েত শাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন ফিরোজের বিরুদ্ধে।

পুলিশ ওই মামলায় স্বামী ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে। মারজানের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ