হোম > ছাপা সংস্করণ

ব্যালট পোড়ানোর মামলায় আসামি ৩০০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জলসুখা ২নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা ও ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত

শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় মামলাটি করেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

তিনি জানান, কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার মামলাটি করেছেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোটগ্রহণ শেষে জলসুখা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগননা চলছিল। এ সময় কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই করার চেষ্টা করে একদল লোক। এ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী রোকসানা আক্তার শিখা ও স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের সময় কেন্দ্রের সবগুলো ব্যালট ছিনতাই করে পুড়িয়ে ফেলা হয়। ভাঙচুর করা হয় ভোটকেন্দ্রের আশপাশের বেশ কিছু বাড়িঘর।

খবর পেয়ে বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অথবা ইউনিয়নের সেবগুলো কেন্দ্রের ভোট হিসাব করে পরিসংখ্যান হিসেবে ফলাফল ঘোষণা করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ