জামালপুরের সরিষাবাড়ীতে পছন্দের নেতাকে প্রধান অতিথি না করায় মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাদ ইউনিয়নের সৈয়দপুর, কান্দারপাড়া ও ধারাবর্ষা গ্রামের লোকজন মিলে ঝিনাই নদে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একই ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের কয়েকজন যুবক তাঁদের বাধা দেন। তাঁরা দাবি তোলেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি করতে হবে। তা না হলে নৌকাবাইচ প্রতিযোগিতা হতে দেওয়া হবে না।
এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। আশপাশের লোকজন তাদের শান্ত করে। পরে বৃহস্পতিবার রাতে পৌরসভার শিমলাবাজার যাওয়ার পথে হরমুজ আলী (৪০), মুরাদুল ইসলাম (৩৫), জুবায়ের হোসেন (২৩), সাবেক ইউপি সদস্য আলম মেম্বার (৪০), রুবেল মিয়া (৩৫) ও সজীব মিয়াকে (২৮) মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কান্দারপাড়া গ্রামের মোশারফ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।