চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত ১০ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায় শপথ সংগ্রহ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ প্রমুখ।