হোম > ছাপা সংস্করণ

সন্ত্রাস-মাদক নির্মূলই চ্যালেঞ্জ

শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মিজমিজি পাইনাদী পূর্ব, মজিববাগ, পাগলাবাড়ি, বাতানপাড়া, সিআইখোলা, হিরাঝিল ও নতুন মহল্লা এলাকা নিয়ে ১ নম্বর ওয়ার্ড। এখানে রয়েছে ছোট ছোট গার্মেন্টস, চুন কারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বিগত দিনে সিটি করপোরেশনের অর্থায়নে এ ওয়ার্ডে উন্নয়ন হলেও এলাকায় সন্ত্রাস ও মাদকের রয়েছে বিস্তর নেটওয়ার্ক।

গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নাসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই কাউন্সিলর পদপ্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন ৭ জন। তাঁরা হলেন ঝুড়ি প্রতীকের হাজী ওমর ফারুক পেয়েছেন, ট্রাক্টর প্রতীকের মো. জাহিদুল ইসলাম পেয়েছেন, ঘুড়ি প্রতীকের মো. আব্দুর রহিম মেম্বার, লাটিম প্রতীকের মো. মাহমুদুর রহমান, মিষ্টি কুমড়া প্রতীকের মো. মাহবুব আলম, ব্যাডমিন্টন রেকেট প্রতীকের হাজী আব্দুল মালেক এবং ঠেলাগাড়ি প্রতীকের হাজী মো. আনোয়ার ইসলাম। তবে তাঁদের মধ্যে আলোচনায় বেশি আছেন বর্তমান কাউন্সিলর হাজী ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ছেলে ব্যবসায়ী মাহমুদুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার ও আনোয়ার ইসলাম।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ওয়ার্ডে পর্যাপ্ত খেলার মাঠ নেই। প্রায় ১২টি চুন কারখানা রয়েছে। কারখানাগুলোর নির্গত ধোঁয়ায় এলাকাবাসী অতিষ্ঠ। কয়েকটি সড়কে বাতি নেই। তা ছাড়া ময়লা নিয়ে রয়েছে অনেক ভোগান্তি। মাদক, চাঁদাবাজির সমস্যাও রয়েছে প্রকট। নতুন করে যোগ হয়েছে কিশোর গ্যাং। এই ওয়ার্ডের এলাকাবাসী ১ নম্বর ওয়ার্ডে ভালো একটি হাসপাতালের পাশাপাশি ভালো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান চায়।

প্রত্যেক কাউন্সিলর প্রার্থীই প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে বেশি বেশি যোগাযোগ, কুশল বিনিময় আর ভোট প্রার্থনা করছেন। বর্তমানে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যস্ত তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ