ঢাকার দোহারে উপজেলার বউবাজার এলাকায় ছনটেকে সরকারি খালের গাইড ওয়ালের ওপর নির্মিত দোকান প্রশাসন ভেঙে দেওয়ার পর আবার দখলের অভিযোগ উঠেছে। তবে দোকানের মালিক জানান, তিনি নিজের জমিতেই দোকান নির্মাণ করেছেন।
জানা যায়, ওই খালের গাইড ওয়ালের ওপর অবৈধভাবে দোকান নির্মাণ করেন রতন সরকার নামে এক ব্যক্তি। চলতি বছরের ২১ জানুয়ারি উপজেলা প্রশাসন চারটি খুঁটি ভেঙে দেয়। গত সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, সেখানে আবার দোকান নির্মাণ করেছেন রতন সরকার এবং সেই দোকান ভাড়াও দিয়েছেন তিনি।
দোকানের ভাড়াটিয়া পাপু বলেন, ‘আমি তো দোকান ভাড়া নিয়েছি, মাস গেলে ভাড়া দিই। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।’
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, ‘এটা সরকারি খাল। আর এই খাল দখল করে দোকান নির্মাণ করায় প্রশাসন কয়েক মাস আগে ভেঙে দেয়। অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সরকারি খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এভাবে স্থাপনা তৈরি হলে আগামীতে এ খালের অস্তিত্ব থাকবে না।’
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, ‘রতন সরকারের দাবি, এটা তাঁর জমি, আর প্রশাসনই অনুমতি দিয়েছে ঘর তোলার।’
রতন সরকার মোবাইল ফোনে বলেন, ‘আমি আমার জমিতে দোকান উঠিয়েছি, এটা সরকারি জমি না।’ কয়েক মাস আগে আপনার দোকানের খুঁটি ভেঙে দেয় প্রশাসন, তাহলে আবার কেন ঘর ওঠালেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাগজপত্র আছে, আমাকে আমার জায়গা মেপে বুঝিয়ে দেন।’
দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, ‘এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’