চট্টগ্রামের সীতাকুণ্ডের ভানুর বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে ভাটিয়ারি টোব্যাকো গেট এলাকায় এই মানববন্ধন করা হয়। এতে প্রতিবাদী নানা ব্যানার পোস্টার-ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় শত শত নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তব্য দেন ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মহিউদ্দিন, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, ব্যবসায়ী মো. খোরশেদ আলম, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মো. মনির, মো. নবী সওদাগর, মো. রাশেদ, মো. পারভেজ প্রমুখ।
এ সময় তাঁরা অভিযোগ করেন, মোহাম্মদ হোসেন নামের এক ব্যক্তির স্বার্থ রক্ষা করতে স্থানীয় অর্ধশতাধিক ব্যবসায়ীকে উচ্ছেদে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সওজ। ২০১৭ সালে স্থানীয় এক প্রভাবশালী কাছ থেকে সওজের বেশ কিছু জায়গা কিনে নেন তিনি। এরপর থেকে আশপাশের জায়গাগুলোর প্রতি দৃষ্টি পড়ে তার। ব্যবসায়ীদের উচ্ছেদে সওজের কতিপয় কর্মকর্তার সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদ হোসেন এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ করেন তাঁরা।