সাতক্ষীরার তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত কুমার বিশ্বাসের সঙ্গে মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতারা। গত বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ ঘোষ। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সাতক্ষীরা জেলা সভাপতি লাইলা পারভীন সেঁজুতি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা থানার এসআই মো. ফারুখ হোসেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে অধ্যক্ষ সুভাষ সরকার, প্রফেসর মোড়ল আবু বকর, শেখ সুজায়েত আলী, মো. আব্দুস সোবহান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।