ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি জুয়েল। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় এলাকায় বেশ আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, উপজেলার পাররামরামপুর ইউপি নির্বাচনে গত বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের ঘোড়া প্রতীকের সমর্থনে এক বৈঠক হয়। এ সময় পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েল ঘোড়া প্রতীকে ভোট চান। তার বক্ত্যবের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুয়েল ভোট চান স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেনের ঘোড়া প্রতীকে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েলের বক্তব্যের অডিও ক্লিপটি শিশির মিয়া নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়। এরপর তা ভাইরাল হয়।
ভাইরাল হওয়া প্রায় ২০ মিনিটের অডিও ক্লিপটিতে ফজলে রাব্বি জুয়েলকে বলতে শোনা যায়, পারামরামপুর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি তিনিসহ উপজেলা আওয়ামী লীগ, এমনকি জেলা আওয়ামী লীগও সন্তুষ্ট না। পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জুয়েল জানান, ভাইরাল হওয়া অডিও ক্লিপটি আমার নয়। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে থানায় জিডি করেছি।