মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা হলরুমে এ সভা হয়।
উপজেলা আইনশৃখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, মির্জা আহসানুজ্জামান আজাউল প্রমুখ।