হোম > ছাপা সংস্করণ

পঞ্চমবারে আইয়ুব আলীর জয়লাভ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জয়ী হয়েছেন মো. আইয়ুব আলী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আগে চার বার হেরেছেন। কিন্তু বিন্দুমাত্র আত্মবিশ্বাস কমেনি। ছাড়েননি হাল।

অবশেষে ৫ম বারে এসে এবছর ইউপি নির্বাচনে জয়লাভ করেছেন। নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস তাকে শেষ পর্যন্ত জয়ী হতে সহায়তা করেছে। তাই পাঁচবারের চেষ্টায় গত ১১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে পাশ করেছেন তিনি। ওই ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোরগ প্রতীকে মেম্বার পদে লড়ে ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আইয়ুব আলী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৫৫ ভোট। ভোটের ব্যবধান মাত্র ১১টি। স্থানীয়রা জানান, আইয়ুব আলী খুবই আত্মবিশ্বাসী মানুষ। পরপর চারবার ফেল করেও থেমে যাননি। চেষ্টা করলে তা বিফল যায় না, লেগে থাকলে একদিন সফল হওয়া যায়। আইয়ুব আলীকে দেখে এটি সবার শেখা দরকার।

নবনির্বাচিত মেম্বার মো. আইয়ুব আলী বলেন, চারবার ফেল করে পাঁচবারের সময় পাশ করেছি। এর আগে পরপর চারবার ফেল করলেও দমে যাইনি। তাই বিগত দিনের ফেল নিয়ে কোনো দুঃখ নেই। আত্মবিশ্বাস ছিল একদিন পাশ করব। তবে আগের নির্বাচনগুলোতে মাত্র ৪-৫ ভোটে হেরেছিলাম। জনগণ এবার আমাকে জয়ী করেছে। তাদের সুখে দুঃখে পাশে থাকব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ