ভালুকা প্রতিনিধি
ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের বগাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী প্রমুখ। শুক্রবার প্রথম দিনে ওই ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের স্মার্ট কার্ড গ্রহণ করেন।