চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়ন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অ্যাডভোকেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. চন্দন দত্ত, শ্যামল কান্তি দাশ, নীলকণ্ঠ দাশ, লায়ন শেখর দত্ত, ডা. অধরলাল চক্রবর্তী, সাগর মিত্র, তাপস কুমার দেব, দিলীপ দত্ত, তপন দাশ গুপ্ত, প্রণব কুমার দাশ, বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক ডা. আশীষ কুমার শীল, ভূপাল বড়ুয়া, কল্যান বড়ুয়া, প্রদীপ গুহ, ঝুন্টু কুমার দাশ, টুটুন চক্রবর্তী, রাকেশ দাশ গুপ্ত প্রমুখ।
সমাবেশে বাঁশখালীর ১৪ ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন।