বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতারা মঞ্জু নামে এক শ্রমিককে মারধর ও নির্যাতনের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হোটেল-রেস্তোরাঁর সাধারণ শ্রমিকেরা। গত সোমবার নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় হোটেল রেস্তোরাঁর সাধারণ শ্রমিকেরা মানববন্ধন কর্মসূচির জন্য রাস্তায় অবস্থান নিলে বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবুল খান বাধা দেওয়ার অভিযোগ উঠে।
এ সময় উপস্থিত ছিলেন হোটেল-রেস্তোরাঁর সাধারণ শ্রমিকদের মধ্যে তারেকুল ইসলাম তারেক, মো. নাসিম, মো. জুয়েল, মো. আবুল বাসার, মিজান হাওলাদার, মনির, সিপন, সিদ্দিক, জসিম প্যাদা প্রমুখ।
তবে শ্রমিক নেতা বাবুল খান দাবি করেন, তাঁরা ইউনিয়নের অনুমতি না নিয়ে মানববন্ধন করতে পারেন না। তাঁরা ওই শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করবেন।