হোম > ছাপা সংস্করণ

মোংলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শাহীন রহমান, পাবনা

বাগেরহাটের মোংলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে মোংলা থানা-পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রোববার সকালে চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাইনমারী এলাকায় রোববার সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের চাঁদপাই বিট অফিসার মো. হাদীউজ্জামান খাঁন বলেন, লাশের মাথার বাম পাশের কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা বলেন, অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে গত রাতে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সকালে দেখেন পিচের রাস্তার পাশে লাশ হয়ে পড়ে আছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও রাস্তায় রক্তের দাগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, লোকটি ভবঘুরে পাগল প্রকৃতির বলে তাঁরা জানতে পেরেছেন। তিনি রাতের অন্ধকারে রাস্তার ওপরে নসিমন-টমটমের আঘাতে মারা গিয়ে থাকতে পারেন। তারপরও লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ