হোম > ছাপা সংস্করণ

ভাষাশহীদ আনোয়ারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

ভাষাশহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষাসৈনিকের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ কর্মসূচির আয়োজন করে আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি।

আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সচ্চিদানন্দ দে সদয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বুধহাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রভাষক মাহাবুবুল হক বাবলু, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভাষা শহীদ আনোয়ার হোসেন ১৯৩০ সালে আশাশুনির বুধহাটা গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। খুলনার বিএল কলেজে পড়াকালীন তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। ১৯৪৮ সালের ১১ মার্চ খুলনার তৎকালীন গান্ধী পার্কে ভাষা আন্দোলনের পক্ষে ইশতেহার পাঠ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন পর তিনি মুক্তি পান।’

বক্তারা আরও বলেন, ১৯৪৯ সালে ভাষা আন্দোলনের মিছিল থেকে পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে। এ সময় তাঁকে প্রথমে কোতোয়ালী থানায় রাখা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী কারাগারে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহীর খাপড়া ওয়ার্ডে গুলি চালানো হয়। তাতে সাতজন কারাবন্দী নিহত হন। তার মধ্যে ছাত্র নেতা আনোয়ার হোসেন ছিলেন অন্যতম। অথচ রাষ্ট্রীয়ভাবে তার কোনো স্বীকৃতি নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ