বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এ রকম অবস্থা থাকলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন না। এ অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের কোনো বিকল্প নাই।’
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
‘মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশের ভাবমূর্তি’ শীর্ষক ওই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ আরও বলেন, ‘সরকারে এত দিন থাকার পর নিজেরও একটা ভার আছে। সেই ভারে আজকে পতনের মুখে; এখন আমাদের জনগণকে সঙ্গে নিয়ে একটা ধাক্কা দেওয়া বাকি। সেই ধাক্কাটা দিতে আসুন সকলে সংগঠিত হই।’ অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।