কাল থেকে (সোমবার) শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের ন্যায় নীলফামারীর ৭৬৪ পূজা মণ্ডপে বাজবে ঢাকের কাঠি।
কিন্তু পূজাকে সামনে রেখে শেষ মুহূর্তেও জমে ওঠেনি পোশাকের বাজার। করোনার পর পূজায় ভালো বেচাকেনার আশা ভেস্তে গেছে ব্যবসায়ীদের।
জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার কমে যাওয়ায় এবার পূজার বাজার বেশ ভালোই হবে এমনটা মনে করেছিলেন ব্যবসায়ীরা। তবে পূজার দিন ঘনিয়ে এলেও বাজারে ক্রেতাদের ভিড় তেমন নেই। শেষ মুহূর্তে যারা বাজারে আসছেন তারা খুঁজছেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক।
জেলা শহরের পৌর মার্কেট, সৈয়দপুর পৌর আধুনিক কাপড় মার্কেট, সৈয়দপুর প্লাজা ঘুরে দেখা যায়, কাপড় ও গার্মেন্টস দোকানে তেমন ভিড় নেই। একই অবস্থা জুতার দোকানেও। তবে কসমেটিকসের দোকানে কিছুটা ভিড় দেখা গেছে।
ঢাকা ফ্যাশনের মালিক মোহাম্মদ মিলন জানান, পূজায় তার দোকানে মেয়েদের ও শিশুদের আইটেমগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবার বিক্রি অনেক কম। আগের বছরগুলোতে ১০ / ১৫ দিন আগে থেকেই পূজোর বাজার জমে উঠে, এবার তা হয়নি। তবে কেনাকাটা জমে উঠবে বলে আশা করেন তিনি।