হারানো মোবাইল ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-পুলিশ। গতকাল বুধবার সকালে কোতোয়ালি থানায় তিনজনকে মোবাইল বুঝিয়ে দেওয়া হয়। ওসি শাহ কামাল আকন্দ মোবাইল ফোনগুলো বুঝিয়ে দেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই আমির হামজা বলেন, সম্প্রতি ওই তিনজনের মোবাইল ফোন হারিয়ে যায়। হারানোর পর তাঁরা তিনজন থানায় যোগাযোগ করলে তাঁদের সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়।
সাধারণ ডায়েরি করার পর কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে অল্প কিছুদিনের মাঝেই মোবাইল ফোন খুঁজে বের করা হয়। পরে প্রকৃত মালিককে থানায় ডেকে মোবাইল বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি হারানো মোবাইল ফোন এএসআই আমির হামজা তথ্যপ্রযুক্তির সহায়তায় খুঁজে বের করেছেন। এটি অবশ্যই প্রশংসার দাবিদার।’