হোম > ছাপা সংস্করণ

ক্যানসার ভবনের ভিতের জন্য গর্ত, পাশের ওটিতে ফাটল

রিমন রহমান, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারের (ওটি) পাশে ক্যানসার সেন্টারের নির্মাণকাজ চলছে। ক্যানসার ভবনের ভিতের জন্য তৈরি করা হয়েছে গর্ত। এর ফলে ফাটল দেখা দিয়েছে রামেক হাসপাতালের প্রসূতি বিভাগের ওটি ভবনে। গত মঙ্গলবার রাতে দেয়ালে এই ফাটল দেখা দেওয়ার পর থেকে দুর্ঘটনার আশঙ্কায় ওটিতে রোগীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এখন সার্জারি বিভাগের ওটিতে প্রসূতি রোগীদের অস্ত্রোপচার চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেটে যাওয়া একতলা ভবনটি ১৯৬৩ সালে নির্মিত। ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ার হাত থেকে রক্ষায় বাইরে থেকে বাঁশ দিয়ে ঠেক দেওয়া হয়েছে। আর প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারের ভেতরে লোহার খুঁটি দিয়ে ছাদের ধস ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।

হাসপাতালের একজন নার্স জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক একজন রোগীর অস্ত্রোপচার করছিলেন। তখন ভবনের থাই গ্লাস ভেঙে পড়ে। দেয়াল ফেটে যায়। এ সময় দ্রুত রোগীকে পাশের সার্জারি বিভাগের ওটিতে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় হাসপাতালের পরিচালক ও গণপূর্ত বিভাগকে। গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা এসে ওই কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র খুলে নেন। দুর্ঘটনার আশঙ্কায় সেখানকার অন্যান্য যন্ত্রপাতিও সরিয়ে নেওয়া হয়।

দেখা গেছে, প্রসূতি অপারেশন থিয়েটারের ভেতরে লোহার খুঁটি দিয়ে ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে। বাইরে বাঁশ দিয়ে ঠেক দেওয়া হয়েছে। কয়েকজন মিস্ত্রি বাঁশ কেটে দেয়াল ভেঙে পড়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছেন। এই ভবনসংলগ্ন উত্তর পাশে ক্যানসার সেন্টার ভবন করার জন্য অনেকখানি গর্ত খোঁড়া হয়েছে।

এদিকে ফাটলের কারণে প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটার বন্ধ থাকায় পাশের সার্জারি বিভাগের ওটিতে প্রসূতি রোগীদের অস্ত্রোপচার করা হচ্ছে। রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে গেছেন। যন্ত্রপাতি সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার তাঁদের নকশা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফাটল দেখা দেওয়া স্থান পরিদর্শন করেছেন। তিনি জানাবেন এই ভবন রাখা যাবে নাকি এটা ভেঙে পড়তে পারে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘পাশের ক্যানসার সেন্টার ভবনের গর্ত করার জন্যই এই ওটিতে ফাটল ধরেছে। প্রসূতি বিভাগে অপারেশন বন্ধ রাখা যায় না। তাই তাঁরা পাশের সার্জারি ওটি ব্যবহার করছেন। ওই ভবনে আর ওটি চালানো যাবে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ