নতুন বছর নতুনভাবেই শুরু করতে চান সবাই। শোবিজের তারকাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তাঁরাও নিজের মতো করে সাজাচ্ছেন নতুন বছরের পরিকল্পনা। এ ক্ষেত্রে ঢালিউডের চার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, জাহারা মিতু, অধরা খান ও তাহমিনা অথৈ এগিয়ে রয়েছেন বলা যায়। কারণ নতুন সিনেমার খবর দিয়ে বছর শুরু করেছেন তাঁরা।
অজপাড়াগাঁয়ের এক মেয়ের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে ‘জার্সি নম্বর ১৬’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। সিনেমাটি বানাবেন মুহাম্মদ তারেক হাসান। এতে উঠে আসবে বাবা-মেয়ের গল্প। ক্রিকেটার হতে মেয়েটির সংগ্রাম ও বাবার ত্যাগের গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। নতুন সিনেমাটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘একটা সময় নিয়মিতই আমি ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতাম। এবার ক্রিকেটের গল্পের সিনেমায় যুক্ত হলাম। তাই সিনেমাটি নিয়ে আমার অন্য রকম ভালো লাগা কাজ করছে।’ এতে মিতুর বিপরীতে অভিনয় করবেন আবু হুরায়রা তানভীর। আগামী মাসের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন মিতু। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে ‘ক্যাপ্টেন কামাল’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তাহমিনা অথৈ। এতে শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের চরিত্রে দেখা যাবে তাঁকে। এতে শেখ কামাল চরিত্রে অভিনয় করবেন তানজিম ইমরান। সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। জানুয়ারিতেই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।