জৈন্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাতের পরিচালনায় বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।
চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন, রফিক আহমদ, আব্দুর রশিদ, ফখরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বাহারুল আলম বাহার, কুতুব উদ্দিন, কামরুজ্জামান চৌধুরী, শাহ আলম চৌধুরী তোফায়েল, আলতাফ হোসেন বেলাল, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক রাজা, হোসেন আহমদ, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশন ঘোষিত আইনের প্রতি শ্রদ্ধা রাখার আরবান জানান।