২০১০ সালে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউড-যাত্রা শুরু নেহা শর্মার। প্রথম দিকে তাঁর ক্যারিয়ার ছিল ওঠানামার মধ্যেই। তাই এক যুগের বেশি সময় ধরে কাজ করলেও তাঁর সিনেমার সংখ্যা বেশি নয়। তবে ওটিটি আসার পর থেকে নেহার ক্যারিয়ারের গতিপথে এসেছে পরিবর্তন। ‘আফৎ-এ-ইশক’, ‘ইললিগ্যাল’-এর মতো ওটিটি কনটেন্টে কাজ করে প্রমাণ দিয়েছেন অভিনয়ের যোগ্যতা। কাজ করেছেন দক্ষিণি ইন্ডাস্ট্রিতেও। তবে তাঁর মূল ফোকাসটা বলিউড ঘিরে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন হিন্দি সিনেমা ‘জোগিরা সারা রা রা’। এতে প্রথমবারের মতো নেহাকে দেখা যাবে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকের বিপরীতে।
‘জোগিরা সারা রা রা’ এমন দুই মানুষের গল্প, যারা পরস্পরকে ভালোবাসে না। তবে সিনেমার ট্রেলারে দেখা গেছে বিয়ের মণ্ডপ থেকে হবু বধূকে তুলে নিয়ে যাচ্ছেন নওয়াজুদ্দিন। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় রয়েছে আরও টুইস্ট। গালিব আসাদ ভোপালির লেখা থেকে সিনেমাটি বানিয়েছেন কুশান নন্দী।
নেহা শর্মা বলেন, ‘সিনেমার চিত্রনাট্য আমাকে এতটাই বেঁধে রেখেছিল যে আমি এক নিশ্বাসে পড়ে ফেলেছিলাম। এর জন্য আমি লেখককে কৃতিত্ব দিতে চাই। আশা করি দর্শকেরাও সিনেমার গল্পে বুঁদ হয়ে থাকবেন।’ নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রসঙ্গে নেহা বলেন, ‘যখন শুনেছিলাম নওয়াজুদ্দিন সিদ্দিকী কাজ করবেন, তখন আনন্দে নেচে উঠেছিলাম। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে অভিনয় করাটা আমার জীবনের বড় প্রাপ্তি। সঙ্গে এও বুঝতে পেরেছিলাম, তাঁর সঙ্গে কাজ করতে হলে আমাকে প্রচুর ঘষামাজা আর পরিশ্রম করতে হবে। শুটিং শুরুর সময়ে কিছুটা নার্ভাস ছিলাম, তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে গেছে।’
এ সিনেমায় আরও রয়েছেন জরিনা ওয়াহাব, মহাক্ষয় চক্রবর্তী, সঞ্জয় মিশ্র প্রমুখ।