দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত গত বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন মর্নেয়া ইউনিয়ন জাপা সভাপতি রেজাউল কবীর রঞ্জু এবং বড়বিল ইউনিয়ন জাপার সভাপতি মোখলেছুর রহমান বকশী। তাঁরা উভয়ে উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য।
নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফা ইউপি নির্বাচনের তফসিল মোতাবেক রেজাউল মর্নেয়ায় এবং মোখলেছুর বড়বিলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবুল কালাম বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক বড়বিলে মোহাম্মদ আলী মিলন (কাজী) এবং মর্নেয়ায় মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে জাপার প্রার্থী মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত উপেক্ষা করে রেজাউল এবং মোখলেছুর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাই দলীয় সিদ্ধান্তে তাঁদের জাপার প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে কি না সে বিষয়ে আমাকে এখন পর্যন্ত জানানো হয়নি।’
একই বিষয়ে মোখলেছুর বলেন, ‘আমার জনপ্রিয়তা রয়েছে, তাই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে কি না তা এখনো জানি না। তবে লোকমুখে শুনছি।’