হোম > ছাপা সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নথি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনসংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে এসেছে, যা গতকাল মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। সেখানে দেখা যায়, খালেদা জিয়ার জন্মসাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্মতারিখ ৮ মে, ১৫ আগস্ট ও ৮ সেপ্টেম্বর উল্লেখ রয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ গতকাল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিনসংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সব শিক্ষা বোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী খালেদা জিয়ার জন্মদিনসংক্রান্ত নথি হাইকোর্টে আসে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী মামুন অর রশিদ।

গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, ‘বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায়, আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই, আসল জন্মদিন ঠিক করা হোক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ