হোম > ছাপা সংস্করণ

হোটেলে আটকে বাধ্য করা হতো যৌন ব্যবসায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক তরুণীকে হোটেলে আড়াই মাস আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে হোটেল কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে ওই হোটেলটির মালিক ও ম্যানেজার। গত বৃহস্পতিবার মধ্য রাতের পর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় এসএ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনির হোসেন মুন্না (৩০), হোটেল কর্মচারী মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪), ইস্কান্দর আলম (২৩), মো. ইসমাইল (৩২), শারমিন আক্তার ওরফে মুন্নি (২০), সুমি আক্তার শারমিন (২৮) ও মনিফা বেগম (৩০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান এ বিষয়ে বলেন, গত বছরের ১২ অক্টোবর থেকে চলতি মাসের ৬ জানুয়ারি পর্যন্ত এক তরুণীকে হোটেলে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করেন অভিযুক্তরা। থানায় ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জড়িত আটজনকে গ্রেপ্তার করেন তাঁরা। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, ভুক্তভোগী তরুণী লক্ষ্মীপুর সদর জেলার বাসিন্দা। তাঁকে ফুসলিয়ে হোটেলটিতে আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় হোটেল মালিকসহ ১০ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। পলাতক রয়েছেন ওই মামলার আসামি হোটেলটির মালিক সিরাজুল ইসলাম (৩৩) ও ব্যবস্থাপক শহিদুল ইসলাম (৩৮)।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ