হোম > ছাপা সংস্করণ

নালার ময়লা পানি উপচে দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর সদর বাজারের চালপট্টিতে নালার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, কতিপয় দোকানদার নালার ওপর ব্যবসা করছেন। এখন তা ভরাট হওয়ায় পানি রাস্তায় উপচে পড়ছে।

অপরদিকে বাজারে আসা ক্রেতারা জানান, পানি নিষ্কাশনের জন্য নালা সংস্কার করা দরকার। ক্রেতারা বাজার থেকে নালার সংযোগ সাব রেজিস্ট্রার অফিসের পেছনে ইউনিয়ন পরিষদের পুকুর পর্যন্ত নিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত দরদাতা না থাকায় এ বছর সদর বাজার ইজারা দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী কোনো কারণে ইজারা দেওয়া না গেলে সরকারিভাবে রাজস্ব আদায় করা হয়। এভাবে কিছুদিন রাজস্ব আদায় করাও হয়েছে। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেক রহমান উপজেলা প্রশাসন নির্ধারিত এক বছরের সমপরিমাণ রাজস্বের টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাজার টোলমুক্ত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, সরকারি বিধি মোতাবেক বাজার থেকে পাওয়া রাজস্বের একটি অংশ দিয়ে হাটের উন্নয়ন করা যায়। অথচ উপজেলা সদর বাজারে সংস্কারের অভাবে নালা উপচে পচা পানি রাস্তাসহ সর্বত্র ছড়িয়ে পড়ছে। এর ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

সদর বাজার বণিক সমিতির সহসভাপতি ওমর ফারুক জানান, নালার পানি যাওয়ার জায়গা নেই। তিনি নালার শেষ প্রান্তে গভীর পাকা গর্ত নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নালা সংস্কার ও পাকা গর্ত নির্মাণের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ