মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স কক্ষে ফাইজারের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়। প্রথম দিনে টিকা নেয় ৮০০ পরীক্ষার্থী।
গতকাল রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করে এইচএসসি পরীক্ষার্থীরা। প্রথম দিন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, আজাদ বকত হাই স্কুল অ্যান্ড কলেজ, জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আলহ্বাজ মকলিসুর রহমান কলেজের শিক্ষার্থীরা টিকা নেয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় মোট ১৩ হাজার ৭০০ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এদের প্রত্যেককে আগামী ২৯ নভেম্বরের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
এদিকে টিকা নিতে পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সকাল থেকে কেন্দ্রে এসে ভিড় জমায়। পরীক্ষার আগে টিকা দিতে পেরে আনন্দিত তারা। টিকা নেওয়ায় নিরাপদে পরীক্ষা দিতে পারবেন বলে মনে করছে তারা।
শিক্ষার্থী সুমাইয়া আফরিন বলে, ‘প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকা দিয়েছি। একটু দেরি হলেও কষ্ট নেই, আনন্দ লাগছে।’
করোনার মধ্যে পরীক্ষা নিয়ে পরিবারের লোকজন চিন্তিত ছিল। তবে পরীক্ষার আগে টিকা নিতে পেরে চিন্তামুক্ত হয়েছে আমার পরিবার বলে তমা আক্তার নামের এক শিক্ষার্থী।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, অগ্রাধিকার ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপে টিকা দেওয়া হচ্ছে। গতকাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ জনকে টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও টিকা দেওয়া হবে।