বলিউড সেলিব্রিটি সুস্মিতা সেন বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছিলেন ১৯৯৪ সালে। তাঁকে বলা হয় ‘বিউটি উইথ ব্রেইন’। ক্যারিয়ারের এত বছরেও নিজের সৌন্দর্য এবং ফিটনেস ধরে রাখার রহস্য জানতে উন্মুখ তাঁর ভক্তকুল।
চুলের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত তেল দেন।
লিপস্টিকের ওপর লিপগ্লস ব্যবহার করেন।
চোখের পাপড়িতে কয়েক কোট মাসকারা ব্যবহার করেন।
ভালো ঘুমের জন্য প্রাণায়াম ও যোগব্যায়াম করেন।
পাওয়ার প্লেট এক্সারসাইজ, কার্ডেও এবং বিভিন্ন ধরনের ক্র্যাঞ্চ করেন।