তিন মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে কেউ মারা যাননি। এর আগে গত ১৫ জুন এমন মৃত্যুহীন দিন দেখেছিল চট্টগ্রামবাসী।
গতকাল সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৭ শতাংশ। আগের দিন যা ছিল ৬ শতাংশের বেশি।
এ দিন ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ৪১ জনের মধ্যে নগরের বাসিন্দা ৩৪ জন। অন্যান্য উপজেলার ৭ জন।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়। এদিন মৃত্যু হয় দুজনের।