মনিরামপুরে বিএনপির উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
সভায় সর্বসম্মতিতে সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ৩৬ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। উপজেলার ১৭টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে কমিটির সদস্য করা হয়েছে।
এ ছাড়া খাইরুল ইসলামকে আহ্বায়ক ও আব্দুল হাইকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ২০ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়েছে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদাধিকার বলে কমিটির সদস্য করা হয়।