হোম > ছাপা সংস্করণ

বড়াইগ্রামে মাকে ঘর ছাড়া করার অভিযোগ চার ছেলের বিরুদ্ধে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাকে ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে চার ছেলের বিরুদ্ধে। গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুরশাইট গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার ভুক্তভোগী মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই নারীর নাম মমেনা বেগম (৬৫)। তিনি উপজেলার কুরশাইট গ্রামের ওয়াজেদ আলী মালিথার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, মমেনা বেগমের স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী। গত ৮ মার্চ ছেলে মহিনুর, মোতলেব, মোতালেব ও মোতাজ্জাহান মালিথা বাবাকে হাসপাতালে নেওয়ার কথা বলে বড়াইগ্রাম সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। তিন বোনকে বঞ্চিত করে বাবার সম্পূর্ণ জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার পরিকল্পনা করেন।

ভুক্তভোগী নারীর মেয়ে রাহেলা বেগম বলেন, ‘আমরা তিন বোন বড়াইগ্রাম সাবরেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে বাধা দিই। আমার মাও প্রতিবাদ করেন। এতে জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় তিন বোন মিলে মা-বাবাকে দেখতে যাই। সেখানে ভাইয়েরা মারপিট করেন। এ সময় মাকেও মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।’

কথা হলে মহিনুর মালিথার বলেন, ‘আমরা অল্প কিছু জমি রেজিস্ট্রি করতে চেয়েছিলাম, কিন্তু বোনেরা না বুঝে তাতে বাধা দেওয়ায় জমি রেজিস্ট্রি করা যায়নি। মা ও বোনদের মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় নাই। তিনি নিজের ইচ্ছায় গেছেন।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ