ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকার জন্য প্রতিদিন ভিড় করছেন বিপুলসংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ৫৮ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলার ৯৯ হাজার ৩৩৭ জন মানুষ এখন পর্যন্ত টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩০ হাজার ১০৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ হাজার ২২০ জন। পাসপোর্টের মাধ্যমে ছুটিতে আসা ৮০২ জন প্রবাসী টিকা নিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমের সময় প্রায় ১৩ হাজার ২০০ জন টিকা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, পর্যায়ক্রমে টিকা আসছে। মানুষ টিকা নিচ্ছেন।