হোম > ছাপা সংস্করণ

বিষাক্ত ট্যাবলেটে ঘেরের মাছ নিধন

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে মাছের ঘেরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত বুধবার বিকেলে মায়ের আশীর্বাদ এগ্রিকালচার ফার্মের সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়ায় লিজ নেওয়া দেড় একর মাছের ঘেরে গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষাক্ত গ্যাসের ট্যাবলেট ও আলকাতরা প্রয়োগ করে। এতে ঘেরর মাছ মরে যায়। মায়ের আশীর্বাদ এগ্রিকালচার ফার্ম এর সভাপতি জর্জ বিভুদান বাড়ৈ বলেন, ‘গত বুধবার সকালে স্থানীয়রা ঘেরের মাছ ভাসতে দেখে। এরপর তাঁরা আমাকে খবর দেয়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থল ছুটে যাই। ঘেরে গিয়ে দেখি সব মাছ সব মরে ভেসে আছে। এই ঘটনায় আমরা প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা শত্রুতা করে এমন কাজ করেছে তা বুঝতে পারছি না। তবে প্রশাসনের মাধ্যমে খুব দ্রুত সময়েই এর সত্য উদ্‌ঘাটন হবে আশা করি।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ