সারা দেশে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ৬৭০টি কলেজের প্রায় এক লাখ ১৫ হাজার পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ২০৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, প্রথম দিনে পদার্থ বিজ্ঞান ১ম পত্র ও লঘু সংগীত ১ম পত্রের পরীক্ষায় মোট শিক্ষার্থী ২৫ হাজার ২১৯ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬৫৪ জন। অনুপস্থিত ছিল ৫৬৫ জন। প্রথম দিনে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া আট জেলায় সব কটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়ে বলে জানা গেছে।
এদিকে, প্রথম দিনের পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম দিনাজপুর মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।