হোম > ছাপা সংস্করণ

‘বঙ্গবন্ধুকে হারালেও তাঁর আদর্শ হারাইনি’

রাঙামাটি প্রতিনিধি

বঙ্গবন্ধুকে হারালেও তাঁর আদর্শ ও নীতিকে হারাইনি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভার সভাপতি নিখিল কুমার চাকমা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছি। আমরা বঙ্গবন্ধুকে হারালেও তাঁর আদর্শ ও নীতিকে হারাইনি। তাঁরই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে বাংলাদেশ এগিয়ে চলেছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য (বাস্তবায়ন) মোহাম্মদ হারুন অর রশীদ, সদস্য (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন, মিশ্র ফল চাষ প্রকল্পের পরিচালক মো. সফিকুল ইসলাম, উপপরিচালক মংছেনলাইন রাখাইন। আরও বক্তব্য দেন রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, টেকসই সামাজিকসেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক নিলুফার নাজনীন, উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ