হোম > ছাপা সংস্করণ

ছাদে ঘৃতকুমারীর বাগান

সাগর হোসেন তামিম, মাদারীপুর

পড়াশোনা ও চাকরির পাশাপাশি শখের বশে অ্যালোভেরা (ঘৃতকুমারী) চাষ করছেন সদর উপজেলার সাগর হোসেন মাতুব্বর। একতলা ভবনের ছাদের ওপর সাগর গড়ে তুলেছেন এই অ্যালোভেরার বাগান। পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলসহ বিভিন্ন প্লাস্টিকের বোতল ও নানা ধরনের পরিত্যক্ত পাত্রে লাগিয়েছেন অ্যালোভেরা গাছ। বর্তমানে তাঁর ছাদবাগানে দেড় শতাধিক গাছ রয়েছে। এই বাগান দিনে দিনে বড় হচ্ছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পানিছত্র টিবি ক্লিনিক সড়কের হিজলতলা মসজিদ এলাকার মাসুদুর রহমান খোকন ও মোসা. ইরা বেগমের ছেলে সাগর হোসেন মাতুব্বর। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। সাগর বর্তমানে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ডিজিটাল সেন্টার পরিচালনার কাজ করছেন। ২০১৮ সাল থেকে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণের কাজে নিয়োজিত আছেন তিনি।

এ ব্যাপারে সাগর হোসেন মাতুব্বর বলেন, ‘অ্যালোভেরা গাছ লাগানোর শুরুটা ছিল আমার মায়ের অসুস্থতার জন্য। ২০২০ সালের শেষে দিকে মা পেট ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়েন। তখন আমার একজন পরিচিত চিকিৎসক বলেন, ‘মাকে অ্যালোভেরার শরবত খাওয়াতে। তখন অ্যালোভেরা বাজার থেকে কিনে এনে মাকে শরবত খাওয়াতাম। কখনো কখনো বাজারে অ্যালোভেরা পাওয়া যেতো না। তাছাড়া প্রতিদিন কিনতে সমস্যায় পড়তে হতো। সে সময় আমার চাচা মো. আওলাদ হোসেন মাতুব্বরের পরামর্শে ও নির্দেশনায় ২টি চারাগাছ দিয়ে অ্যালোভেরা লাগানো শুরু করি। মা অ্যালোভেরার শরবত খেয়ে অনেক উপকার পান। এতেই গাছ লাগাতে উৎসাহ পাই। এখন অবশ্য শখের বশেই এই গাছ চাষ করছি। পড়াশোনা ও চাকরি করার কারণে অনেক সময় গাছের যত্ন নিতে পারি না। সে ক্ষেত্রে আমার ছোট ভাই রায়হান সজল ও সোহান এবং বোন হুমায়রা জান্নাত শোভা অ্যালোভেরা গাছের যত্ন নেয়।’

এ ব্যাপারে মানবাধিকার কর্মী আয়শা সিদ্দিকা আকাশী বলেন, ‘অ্যালোভেরা একটি ঔষধি গাছ। এই গাছের কাণ্ড বা ডাটা পেটব্যথা, ত্বকের সৌন্দর্য বৃদ্ধিসহ নানা রোগ নিরাময়ে বিশেষ উপকারী। আমি নিজেও এই গাছের কাণ্ড ব্যবহার করে উপকৃত হয়েছি। অ্যালোভেরা চাষ সহজ ও সাশ্রয়ী। এর দ্বারা বাড়তি আয়ও সম্ভব।’

মাদারীপুর পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ বলেন, ‘সাগরের এই উদ্যোগকে স্বাগত জানাই। সাগরের এই ছাদ বাগান দেখে অনেকেই উৎসাহ পাবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ