খাগড়াছড়ির গুইমারা উপজেলার ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে দিদারুল আলম নামের এক সাংবাদিক নির্বাচিত হয়েছেন। তিনি গুইমারা সদর ইউপির ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান ইউপি সদস্য নুরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট। কংজুরি মারমা পেয়েছেন ১৩৯ ভোট।
দিদারুল আলম গুইমারায় একজন প্রতিবাদী সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার গুইমারা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। বিভিন্ন সময়ে অনিয়মের সংবাদ প্রকাশ করে এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
নির্বাচিত হওয়ার পর দিদারুল আলমকে এলাকাবাসী ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়। প্রতিবাদী সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভালোবাসার কারণে তাঁর এ জয় বলে মনে করেন তিনি।
দিদারুল আলম বলেন, ‘এই জয় আমার নয়, জনগণের। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি সুন্দর, সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলব। সকল সুবিধা-অসুবিধায় জনগণের পাশে থাকব।’