হোম > ছাপা সংস্করণ

নৌকা পেতে তৎপর ৪১ জন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ৭ ইউপিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের ৪১ মনোনয়নপ্রত্যাশী। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার ৭ ইউপিতেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সব ইউপিতেই একাধিক প্রার্থী নৌকা পেতে দৌড়ঝাঁপ করছেন। আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, প্রতিটি ইউপিতেই দলের বিদ্রোহী প্রার্থী থাকতে পারেন। এদিকে উপজেলা আওয়ামী লীগ বলছে, তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে। দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন নিয়ে চলছে বিভিন্ন হাট-বাজারের চায়ের দোকানে নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের আলোচনা-সমালোচনা। অনেকেই উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন। শুভেচ্ছা ও দোয়া চেয়ে নিজের ছবিসংবলিত পোস্টারের মাধ্যমে নিজ নিজ ইউপির বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু করেছেন প্রচারণা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ভোটাররা নীরব থাকলেও অনেক আগে থেকেই মাঠে সরব প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কৌশলে অনেক আগে থেকেই প্রচার-প্রচারণায় নেমেছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, প্রার্থীরা আগে থেকে সরব হলেও তাঁদের তৎপরতা ভোটারদের ঘিরে কম ছিল। দলের ওপরের সারির নেতারা খুশি হলেই দলের মনোনয়ন পাওয়া যাবে বলে—একটা ধারণা প্রার্থীদের মধ্যে কাজ করছে। তাই তফসিল ঘোষণার আগে থেকেই ভোটের মাঠে টিকে থাকতে শুরু হয়েছিল প্রার্থীদের নানা রকমের দৌড়ঝাঁপ। তবে তফসিল ঘোষণার পর থেকে এখন সম্ভাব্য সব প্রার্থীই ভোটারদের কাছে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ৭ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে বাঘাব ইউপিতে ৮ জন, যোশরে ১০, জয়নগরে ৫, দুলালপুরে ৪, সাধারচরে ৫, পুটিয়ায় ৫ জন এবং আয়ুবপুর ইউপিতে ৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে বায়োডাটা জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। এ ছাড়া বিভিন্ন ইউপিতে থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আরও কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, প্রতিটি ইউপিতে দলের একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন। প্রার্থিতা চূড়ান্ত করবে দল। শেষ পর্যন্ত দলীয় মনোয়ন না পেলে অনেকে দলের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। এতে দলীয় প্রার্থীদের বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে।

এ নিয়ে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, ‘প্রতিটা ইউপি থেকেই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তবে এর মধ্যে প্রতিটি ইউপিতেই জনপ্রিয় ও দলের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজকের পত্রিকাকে বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা করে কেন্দ্রে পাঠানো হবে। দলীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত প্রার্থী মনোনীত করবে। তা ছাড়া আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ দল। দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাঁকে মনোনীত করবেন, তাঁর পক্ষেই সবাইকে কাজ করতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ