নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাঁর কোনো পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত্যুর কারণ জানতে নৌপুলিশের সাহায্যে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।