মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে চরগোবরা পল্লি সমাজের উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চরগোবরা পল্লি সমাজের সভানেত্রী মর্জিনার সভাপতিত্বে তাঁর বাড়ির উঠানে এ বৈঠক হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আইন ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক কোহিনুর আক্তার ও গাড়ফা শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার।
করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন অকার্যকর থাকা পল্লি সমাজকে সক্রিয় করতে এ সভা করা হয়।