বেরসিক বৃষ্টি আর আলোকস্বল্পতায় মিরপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৫৭ ওভার। পরদিন খেলার দৈর্ঘ্য নেমে আসে ৬.২ ওভারে। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিন মাঠে গড়ায়নি একটি বলও। আবহাওয়া এতটাই বিরূপ ছিল যে দুই দল গতকাল মাঠেই যায়নি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে দ্বিতীয় টেস্ট যে ড্রয়ের দিকে যাচ্ছে, সেটি আর না বললেও চলে। এই ড্র বাংলাদেশের টানা ৯ হারের বৃত্ত ভাঙার বড় স্বস্তি হতে পারে। তবে হতাশ করেছে পাকিস্তানকে। প্রকৃতির কান্না আজ চতুর্থ দিনেও থাকার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টিভেজা এই টেস্টে এখনো পর্যন্ত ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান করেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।
গতকাল দিনভর অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো-বা মুষলধারে। বৃষ্টির দাপটে বেলা ২টায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলের খেলোয়াড়েরা হোটেলে অলস সময় পার করেছেন। আজও সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর কথা।
কিন্তু খেলা হবে তো? উত্তর জানে মিরপুরের আকাশ।