হোম > ছাপা সংস্করণ

প্রচার শেষ, কাল ভোট

দিনাজপুর প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপির) নির্বাচনের ভোটের প্রচার শেষ। গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয় ভোটের প্রচার। দিনাজপুরে দুই উপজেলার ২০ ইউনিয়নে প্রার্থীরা গতকাল প্রচারে ব্যস্ত সময় পার করেন।

শেষ দিনে নিজেদের জানান দিতে তীব্র শীত উপেক্ষা করে মাঠে সর্বশক্তি নিয়ে নামেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকেরা। পাড়া-মহল্লা সরগরম হয়ে উঠে প্রচারের মাইকিং আর মিছিলে।

কাল ৫ জানুয়ারি ভোট গ্রহণ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার অফিস যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তারাসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির তিন স্তরের নিরাপত্তাবলয় মাঠে থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব থাকবে বলেও প্রশাসনের কর্তাব্যক্তিরা জানিয়েছেন।

জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী, মন্মথপুর, চণ্ডীপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর মোট ৮টি ইউনিয়নের ভোট। ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদের ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য ১১২ ও সাধারণ সদস্য পদে ৩০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ ইউনিয়নে ৭৫টি কেন্দ্রে ৫৪১টি কক্ষে ভোট গ্রহণ হবে।

অন্যদিকে চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক জানান, উপজেলার নশরতপুর, সাতনালা, ফতেজংপুর, ঈসবপুর, আব্দুলপুর, অমরপুর, আউলিয়াপুকুর, সাঁইতাড়া, ভিয়াইল, পুনট্টি, তেঁতুলিয়া ও আলোকডিহি-এ ১২টি ইউনিয়নে ৫৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২ লাখ ৩৬ হাজার ৮৯১ জন ভোটার ১০৯টি কেন্দ্রে ৮০৪টি কক্ষে ভোট গ্রহণ। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ