করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এখন সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে বলা চলে। গত ২৪ ঘণ্টায় দেশের ২০ জেলায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, নোয়াখালী ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ, রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম, খুলনা বিভাগের যশোর, মাগুরা ও মেহেরপুর, বরিশাল বিভাগের ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি। এই সময়ে করোনায় নতুন করে মোট শনাক্ত হয়েছেন ৪৬৬ জন, যা বুধবার ছিল ৫১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৭৩৭ জন। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৫ জন, তাঁদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।