মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম শেষ হয়। সকাল থেকেই টিকা নিতে ক্লিনিকগুলোতে ভিড় করে সাধারণ মানুষ। এর আগে গত শনিবার প্রথম দফায় ১৯টি কমিউনিটি ক্লিনিকে চলে এই কার্যক্রম। দুই দিনে মোট ২১ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ৪২টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে সিনোর্ফামের করোনাভাইরাসের টিকা। প্রতি কেন্দ্রে একদিনে ৫০০ জনকে দেওয়া হচ্ছে এই টিকা। এই বিশেষ কার্যক্রম চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘দুই দিনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছেন। মানুষ বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টিকা গ্রহণ করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’