টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই দলই তাদের প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছে। আবুধাবিতে আজ রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই। লঙ্কা-আইরিশ লড়াইয়ে যে-ই জিতবে, উঠে যাবে সুপার টুয়েলভে।
তারুণ্যেভরা শ্রীলঙ্কা অবশ্য অভিজ্ঞতায় আয়ারল্যান্ডের চেয়ে পিছিয়ে রয়েছে। তবে অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাচ্ছে দাসুন শানাকার দলকে। টোয়েন্টিতে দুই দলের একমাত্র লড়াইটা হয়েছিল বিশ্বমঞ্চেই।
২০০৯ সালে লর্ডসে হওয়া ম্যাচটি লঙ্কানরা জিতেছিল ৯ রানে। ওই ম্যাচের সেরা মাহেলা জয়াবর্ধনে এবার দলে আছেন পরামর্শক হিসেবে।