জৈন্তাপুরে বিজিবির কাছে চোরাকারবারের তথ্য ফাঁস করায় এক স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার জৈন্তাপুর মডেল থানায় ওই স্কুলছাত্রের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। এর আগে গত শনিবার সকালে উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরীশংকর গ্রামে ওই স্কুলছাত্রের ওপর হামলা হয়।
এজাহারে বলা হয়, গৌরীশংকর গ্রামের সরাফত আলীর ছেলে রুহেল আহমদ টিটু (১৫)। সে জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওই গ্রাম ও তাদের বাড়ির আশপাশ দিয়ে প্রতিদিন চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করে থাকে। সম্প্রতি বিজিবি চোরাকারবারিদের মালামাল আটক করে।
চোরাকারবারিদের দাবি, বিজিবি তথ্য দিয়েছে থাকে টিটুসহ স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গত শনিবার সকাল ৭টার দিকে প্রতিদিনের ন্যায় টিটু নদীতে যায় হাত-মুখ ধোয়ার জন্য যায়। এ সময় ইসলাম উদ্দিন ও হেমজা মিয়া টিটুকে মোটরসাইকেলে তুলে হেমজার বাড়িতে নিয়ে যায়।
ঘরে রশি দিয়ে বেঁধে তাকে মারা হয়। তাঁর পরিবারের লোকজন স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইউপি সদস্য মনছুর আহমদ বলেন, ‘টিটুর বাবা আমাকে ফোন করে বলার পর আমি তাঁদের নিয়ে হেমজার বাড়িতে যাই এবং টিটুকে উদ্ধার করে নিয়ে আসি।’