গত আগস্ট মাসে কাঁটাতারের বেড়ার আদলে তৈরি মঞ্চে বসেছিল ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপ খড়্গ, গল্প বলার স্বাধীনতা চাই’ শিরোনামে এক সভা। শিল্পী-কলাকুশলীরা গল্প বলার স্বাধীনতা চেয়ে তাঁদের দাবিদাওয়া তুলে ধরেন সেখানে। এরপর টেলিভিশন মাধ্যমে যাঁরা কাজ করেন, তাঁদের নিয়ে গত নভেম্বের বৈঠকে বসেছিল অভিনয়শিল্পী সংঘ। টিভি নাটক ও শিল্পীদের সংকটের কথা উঠে এসেছিল সেই আলোচনায়। এবার নিজেদের দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে অভিনয়শিল্পী, নির্মাতাসহ কলাকুশলীরা গঠন করলেন নতুন সংগঠন। নাম দেওয়া হয়েছে ‘ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (ফ্যাব)।
সংগঠনটির আয়োজনে ৩০ ডিসেম্বর বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ সামিট। এতে নির্মাতাদের সঙ্গে অংশ নেবেন প্রযোজক, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, লেখক, সিনেমাটোগ্রাফার, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মীসহ অনেকে।
দিনব্যাপী ওই উৎসবে মতবিনিময় সেশন, ইনস্টলেশন, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে। উৎসব উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, নির্মাতা মশিউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম। সালাহউদ্দীন জাকীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে নির্মাতা পিপলু আর খান বলেন, ‘ক্রিয়েটিভ ইকোনমি বা ক্রিয়েটিভ সেকশনে বিনিয়োগের জন্য ভালো পরিবেশের প্রয়োজন। সেটা কীভাবে তৈরি করা যায়, সেটাই আমরা এ সামিটে আলোচনা করব।’
লিখিত বক্তব্যে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘ফ্যাব মূলত অ্যাকাডেমিক এক্সারসাইজ প্ল্যাটফর্ম। চলচ্চিত্র বা দৃশ্যশিল্পের অনুশীলন, অধ্যয়ন, চিন্তানীতি তৎপরতার লক্ষ্যে কার্যক্রম পরিচালনার একটি চিন্তাকেন্দ্র। শিল্প-সংস্কৃতির সব অংশীজনকে নিয়েই আমাদের অ্যালায়েন্স।’
অমিতাভ রেজা চৌধুরী আরও বলেন, ‘সময় এসেছে সিনেমা-ওটিটি কিংবা সব দৃশ্যশিল্পের জন্য চিন্তা নবায়নের, সব ধরনের নীতি নবায়নের এবং বাংলা কনটেন্টের যে বিশ্ববাজার তৈরি হয়েছে সেখানে অবস্থান নেওয়ার। যে কাজটি ইতিমধ্যে দেশে-বিদেশে আমাদের তরুণেরা শুরু করেছে, সেটির পৃষ্ঠপোষকতা এখন জরুরি। শিল্প-সংস্কৃতি কিংবা বিনোদন দাতব্য বিষয় নয়, বরং অর্থনৈতিক কর্মকাণ্ড। ফলে এটাকে নীতিনির্ধারকদের ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে দেখা সময়ের দাবি। আর এসব বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করে একটা পথরেখা তৈরি করাই এই ক্রিয়েটিভ সামিটের লক্ষ্য।’
ফিল্ম অ্যালায়েন্সে যুক্ত হয়েছেন নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, নুরুল আলম আতিক, মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, গিয়াসউদ্দিন সেলিম, অমিতাভ রেজা চৌধুরী, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, অভিনেতা তারিক আনাম খান, জয়া আহসান, সৈয়দ গাউসুল আলম শাওন, ইরেশ যাকেরসহ অনেকে।