বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয় সভায় যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, ‘স্থানীয় পর্যায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এনজিওগুলো। সমাজের বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর মানুষের পাশাপাশি যেকোনো দুর্যোগের মধ্যেও তাঁদের ভূমিকা রয়েছে। সরকারের পাশাপাশি এনজিও এবং ব্যক্তি পর্যায়ের উদ্যোগে দেশ আরও এগিয়ে যাবে।’
গতকাল রোববার সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু।
সভায় তথ্য অধিকার এনজিওর তথ্য প্রদানকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।