আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারে থাকা অতিরিক্ত চাকায় লুকিয়ে পরিবহন করা হচ্ছিল ইয়াবা বড়ি। কিন্তু শেষ রক্ষা হলো না। চৌদ্দগ্রামের কাশিমপুর এলাকায় র্যাবের অভিযানে ধরা পড়ে গাড়িটি। গ্রেপ্তার করা হয় দুজনকে। জব্দ করা হয় গাড়িটি।
র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। তিনি বলেন, চৌদ্দগ্রামের কাশিমপুর এলাকায় গত রোববার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিনব কায়দায় প্রাইভেটকারের চাকার ভেতরে লুকানো ১৬ হাজারটি ইয়াবা বড়ি ও ৩৬০ গ্রাম ইয়াবার গুঁড়ো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ থানার ডেইল পাড়া এলাকার মো. হোসেন আহম্মেদ (২৮) ও জাদিমুড়ার মো. নজু মোল্লা (২৫)। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা হয়েছে।